আজ ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্পের কারিশমায় ভারত-পাকিস্তানের যুদ্ধের সমাপ্তি


আন্তর্জাতিক ডেস্ক: সর্বাত্মক যুদ্ধের দিকেই আগাচ্ছিল প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে সংঘাত শুরুর পরপরই সেটা থামানোর জন্য দুই দেশকে প্রস্তাব দেয় বিভিন্ন দেশ ও সংস্থা। যেখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ শনিবার (১০ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইতো ঘোষণা দিলেন— ‘যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান’।

ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। যদিও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্প পোস্টে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান ও প্রজ্ঞা দেখানোর জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পরপরই শুরু হয় ভারত-পাকিস্তান উত্তেজনা। সেই ঘটনায় নিহত হন ২৬ জন। পাকিস্তানের প্রশ্রয়ে জঙ্গিরা এই হামলা করেছে বলে দাবি করে ভারত, অন্যদিকে নিরপেক্ষ তদন্তের দাবি করে পাকিস্তান। ঘটনার পর থেকেই সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়।

ঘটনার মাত্র বৃদ্ধি পায় গত মঙ্গলবার ভারত পাকিস্তানের অভ্যন্তরে ‘অপরাশেন সিঁদুর’ পরিচালনা করলে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় ৩১ জন, আহত হয় ৫৭ জনের মতো। এই হামলার পর প্রতিশোধের ঘোষণা দেয় পাকিস্তানও। বিক্ষিপ্তভাবে পাকিস্তান পাল্টা হামলা করলেও আজ শনিবার ভোর থেকে নতুন মাত্রায় এক সামরিক অভিযান শুরু করার কথা জানায়। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’।

নতুন এই অভিযানের অংশ হিসেবে আজ ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র ও কয়েকটি বিমানঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

সংঘাত শুরুর পর থেকেই পাকিস্তান ও ভারতকে সংঘাত থামাতে মধ্যস্ততার উদ্যোগ নেয় ইরান, সৌদি আরব, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জি-৭, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দগের জন্য ধন্যবাদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর