আজ ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে ওই তিন নেতার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন – চরপাথরঘাটা ২ নম্বর ওয়ার্ড আজিপুর রহমানের বাড়ির আব্দুল নবীর ছেলে আরমান হোসাইন (৩০), জুলধা ৫ নম্বর ওয়ার্ডের ইয়াছিনের ছেলে নুর উদ্দিন কাজল (২৮) এবং পশ্চিম সেন্নার বাড়ি এলাকার মনির আহম্মেদের ছেলে নূর মোহাম্মদ নাঈম (৩৬)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আরমান যুবলীগের সংগঠক, কাজল কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নাঈম জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক।

তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর