আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ


অনলাইন ডেস্ক: ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বানে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি’র নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে তারা চকবাজার গুলজার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন।

এরপর সেখান থেকে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু তারা এখনও সেটা করতে পারেনি। তাই দাবি আদায়ে আবারও আমাদের রাস্তায় নামতে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে’।

এ কর্মসূচিতে যোগ দেন ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য ছাত্র ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর