আজ ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বরমায় বিভিন্ন সংগঠনে মোহামেডানের ক্রীড়া সামগ্রী বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের বরমায় বিভিন্ন ক্রীড়া সংগঠনকে ক্রীড়া উপকরণ প্রদান চন্দনাইশ মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২ মে শুক্রবার বিকেলে বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় মাঠে মোহামেডানের ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চন্দনাইশ মোহমেডান স্পোর্টিং ক্লাব চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার এম এ হেলাল সিআইপি। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ মোহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম।

মোহমেডান স্পোর্টিং ক্লাব এর সাংগঠনিক সম্পাদক মো: তানিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. কামাল উদ্দিন, মোহমেডান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সৈয়দ বদরুল আলম পিন্টু, ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল ইসলাম ইমু, ঢাকার ফুটবল তারকা নুরুল হাসান টিপু, বিএনপি নেতা জসিম উদ্দিন শাহীন, শাহাদাত বিন ইসলাম জিকু, আক্তারুজ্জামান, জায়েদ বিন আলী জনি, মিজানুর রহমান, বাহাদুর হোসেন।

এ সময় ৮টি সংগঠনকে ব্যাটমিন্টন, ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ দেয়া হয়।
পরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর