আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪ বিজিবি পৃথক অভিযানে ২০টি বার্মিজ গরু ও একটি ট্রাকভর্তি চোরাই সুপারি জব্দ করা হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ভাল্লুক খাইয়া ও ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বার্মা (মিয়ানমার) থেকে গরু প্রবেশের চেষ্টা চালায় চোরাকারবারিরা। বিষয়টি টের পেয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কপিল উদ্দিন কায়েসের নির্দেশনায় ও পরিচালক আল আমিন হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০টি বার্মিজ গরু জব্দ করা হয়।
এর আগের দিন, সোমবার (২৯ এপ্রিল) ৩৪ বিজিবির পৃথক একটি অভিযানে একটি ট্রাকভর্তি চোরাই সুপারি জব্দ করা হয়।
৩৪ বিজিবি সুত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে। সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। সীমান্ত রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, বিজিবির এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এসব তৎপরতায় সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে।
Leave a Reply