রাঙামাটিতে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫


নিউজ ডেস্ক: রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাতহরা সবাই অটোরিকশার যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় রাউজান থেকে রাঙামাটির দিকে আসা সিএনজি চালিত অটোরিকশা (চট্টমেট্টো-থ-১১-৯১৭৩) বিপরীতমুখী চট্টগ্রামগামী মাহিন্দ্রা পিকআপ (চট্টো মেট্টো-ন-১১ ৬৮৯২) উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। গুরুতর আহত ২ জন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরেকজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে মারা গেছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, সকালে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও দুইজন নারী রয়েছেন।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেলেও বাকিদের নাম জানা সম্ভব হয়নি। নিহতরা হলেন, (১) তোরাপ হোসেন, বাড়ি রাউজানের চৌধুরী পাড়া, (২) নুন নাহার, বাড়ি পশ্চিম মনারটেক, কাউখালী, (৩) মাহমুদুর রহমান, তার বাড়ি হাটহাজারির ছত্তারঘাট ইছাপুর বলে জানাগেছে।

 


Related posts

উখিয়া থানার মোজাম্মেল হক শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

Chatgarsangbad.net

দোহাজারীতে ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের জন্য ত্রাণ সহায়তা

Chatgarsangbad.net

আনোয়ারায় ছিনতাইকারীসহ গ্রেফতার ৫, সরঞ্জাম উদ্ধার

Shahidul Islam

Leave a Comment