ছোট একটা দেশে এতো ভাগ কীসের: জামায়াত আমির


নিউজ ডেক্স >>>বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছোট একটা দেশে এতো ভাগ কীসের। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। দেশ বাঁচলে আমিও বাঁচব, সবাই বাঁচবে।মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকবাংলো মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, জালিম সরকার দেশের ১৮ কোটি মানুষকে তারা চাকর মনে করতো। এ জালিমের মাথা আল্লাহ মোড়া করেছেন। ২৬ হাজার কোটি টাকা শুধু আওয়ামী লীগের নেতারা পাচার করেছে। প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহই ভালো জানেন। দুঃশাসন ও জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। স্ত্রী-সন্তানদেরও মুখ দেখতে পারিনি।তিনি বলেন, বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি, ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ হামলা মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। গত বছরের ১ আগস্ট আমাদের নিবন্ধনও বাতিল করা হয়েছিল। সেসময় আল্লাহ্‌কে বলেছিলাম, ৪দিন পর আল্লাহপাকের বিচার হয়েছে।ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি ইনসাফ, ন্যায়ের ও একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশা করি। দুঃখের বিষয় তা আজও আমরা পাইনি। আমরা সাফ বলেছি; এদেশে মেজরিটি-মাইনরিটি আমরা মানি না। এদেশের নাগরিক প্রত্যেকে সমমর্যাদাবান।আমির আরও বলেন, এটা কোনো দলের বা কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না। ওই আন্দোলন ছিল দেশের সকল মানুষের আন্দোলন। এর কৃতিত্ব ছাত্র-জনতার।বাংলাদেশকে আল্লাহ্‌ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ্‌ জালিমের হামলা থেকে মুক্ত করে দেন এ প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।


Related posts

ঘুমধুমে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

Md Maruf

নাইক্ষ্যংছড়িতে ডিআইজি পলাশ- —–সীমান্তে চোরাচালান বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

Md Maruf

রাস্ট্রায়ত্ত পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি উদ্যোগে বিক্ষোভ কর্মসুচি ও খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান।

Md Maruf

Leave a Comment