রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট জলুুক্ক্যা গ্রেফতার


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া 

রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট জলুক্কাকে রাজানগর ইউনিয়নের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ। সে রাঙ্গুনিয়ার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়কবার মাদকসহ গ্রেফতার হয়েছিল।

যতবার সে গ্রেফতার হয়েছিল রাজনৈতিক নেতাদের তদবিরে থানা ও জেল থেকে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালান এই মাদক সম্রাট জলুক্কা। মাদকসহ জলুক্কা বার বার ধরা পড়লেও অদৃশ্য শক্তি ও প্রভাবে সে বেড়িয়ে আসে। তবে এবার তাকে ছাড়িয়ে আনতে কে থানায় তদবির করেন তাকে চিহ্নিত করার সময় এসেছে।


Related posts

অস্বাস্থ্যকর পরিবেশে শীতকালের ‘মোলা’

Chatgarsangbad.net

আলীকদমের দুর্গম উপজাতি এলাকায় শিক্ষার আলো জ্বালাতে সপ্তশীষ মডেল একাডেমির উদ্বোধন

Chatgarsangbad.net

চাটগাঁর সংবাদের বর্ষপূর্তিতে প্রধান অতিথি ড. হাছান মাহমুদ

Chatgarsangbad.net

Leave a Comment