ঈদগাঁও সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঈদগাঁও সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) পাবলিক লাইব্রেরী হল রুমে সাংবাদিক ফোরামের সভাপতি ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামী ঈদগাঁও উপজেলার আমীর সেলিম উল্লাহ জিহাদী, বিশেষ অতিথি ছিলেন (অব:) প্রধান শিক্ষক সিরাজুল হক, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির নোমান, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি সাংবাদিক আনোয়ার হোছাইন, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলার সভাপতি সাংবাদিক নুরুল আমিন হেলালী, সাধারণ সম্পাদক সাংবাদিক উসমান গনি ইলি। ঈদগাঁও লাইভ টিভির সম্পাদক বজলুর রহমান, সাংবাদিক আলা উদ্দিন, নাছির উদ্দিন পিন্টু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈদগাঁও বাজারপরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান,ঈমাম সমিতির সভাপতি মৌলানা এনামুল হক ইসলামাবাদী, বিএনপি নেতা নাছির উদ্দিন, ব্যবসায়ী নেতা নুরুল হুদা, ঈদগাঁও হাই স্কুল প্রাক্তন ছাত্র ব্যাচের সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, ডাঃ উসমান গনিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

সাংবাদিকরা বলেন, শোষণ ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের উন্নয়ন ও সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পারেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মৌলানা এনামুল হক ইসলামাবাদী।


Related posts

চসিকের মেয়রের সাথে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

Chatgarsangbad.net

পটিয়ায় ট্রেন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

সাঙ্গু নদীতে চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

Chatgarsangbad.net

Leave a Comment