Hom Slider

পেকুয়া চৌমুহনীতে হামলায় ব্যবসায়ী আহত


এইচ,এম শহীদ প্রতিনিধি,পেকুয়া >>> পেকুয়া চৌমুহনীতে দুবৃর্ত্তদের হামলায় রিয়াজ উদ্দিন (৩৭) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। তিনি বারবাকিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারাইয়াকাটা গ্রামের মৃত মোক্তার আহমদের পুত্র। আহত রিয়াজ উদ্দিনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, গ্যাস কেনা বেচাকে কেন্দ্র করে বারাইয়াকাটা গ্রামের মৃত আহমদ মিয়ার পুত্র আবুল কাসেমের সাথে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের সাথে কথাকাটাকাটি হয়। এ সময় আবুল কাসেমের পুত্রসহ ৪-৫ জন মিলে তার ব্যবসা প্রতিষ্ঠান বিছমিল্লাহ এন্টারপ্রাইজে হামলা করে। তারা লোহার রড দিয়ে রিয়াজ উদ্দিনকে মারধর করে। এ সময় রিয়াজ উদ্দিনের মাথায় ও কপালে মারাত্মক জখম হয়। এ বিষয়ে ভূক্তভোগী রিয়াজ উদ্দিন জানান, গ্যাসের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমাকে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। দোকানের ক্যাশ নগদ ১২ লক্ষ টাকা ও ৪ টি চেক বই লুট করে নিয়ে যায়। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Related posts

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে বক্তৃতা প্রতিযোগিতা

Chatgarsangbad.net

২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখে নিন

Mohammad Mustafa Kamal Nejami

সরকারি ওয়েবসাইটে এতো দুর্বলতার দায় কার?

Chatgarsangbad.net

Leave a Comment