সাতকানিয়ায় বাবাকে মারধরে ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


 

মোঃ শহীদুল ইসলামঃ চট্টগ্রামের সাতকানিয়ায় জুয়া খেলার টাকা না দেওয়ায় মুন্সি মিয়া (৮৮) নামের এক বৃদ্ধকে পিটিয়েছে আপন ছেলে। এই ঘটনায় সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়ার বাসিন্দা বৃদ্ধ মুন্সি মিয়া বাদী হয়ে চট্টগ্রামস্থ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি গ্রহণ করে বাবা পেটানো ওই ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ছেলের নাম আব্দুল গফুর (৪৫)। জানা যায়, আব্দুল গফুর প্রায় সময় জুয়া খেলার জন্য তার বাবার কাছ থেকে টাকা পয়সা দাবী করেন। গত ৬ মার্চ দুপুরে জন্য পাঁচ হাজার টাকা দাবি করলে বাবা মুন্সি মিয়া তা দিতে অস্বীকৃতি জানাই। আর এতই ক্ষিপ্ত হয়ে বাবাকে অস্রাব্য বাসায় গালিগালাজসহ জুতা দিয়ে পিটিয়ে মুন্সি মিয়াকে আহত করেন। এ ঘটনায় গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সাতকানিয়া আমলী আদালত) নুরুল হারুন অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত আব্দুল গফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন,জুয়া খেলার জন্য বাবার কাছ থেকে টাকা না পেয়ে বাবাকে মারধর ও অপমান করায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত অভিযোগটি শুনে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


Related posts

চবি ২০ তম ব্যাচের বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন ভবনসহ ৫ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা নিহত ১, আহত ৯

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment