চন্দনাইশ পৌরসভায় সাড়ে ২ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাড়ে ২ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আল আমিন মেমোরিয়াল ট্রাস্ট এর সৌজন্যে লায়ন আলহাজ্ব রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রীগুলো দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিনি, ছোলা, তেল, পিঁয়াজ, আলু, চিড়া, বাংলা সেমাই ও মসুর ডাল।

শনিবার (১ মার্চ) দিনব্যাপি উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক এলাকায় লায়ন আলহাজ্ব রফিকুল ইসলামের বাসভবনে সামনে এ আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক মো. আকতার উদ্দিন,
যুগ্ম সম্পাদক ও পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক তালুকদার, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, ব্যবসায়ী ও সমাজসেবক ওসমান গণি, চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড এলডিপির সভাপতি আবু তাহের সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হামিদ, প্রবাসী আবু জাফর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী নিতে আসা স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, প্রতিবছরই রমজানে আল আমিন মেমোরিয়াল ট্রাস্ট এর সৌজন্যে লায়ন আলহাজ্ব রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী পেয়ে থাকি। এবারও পেয়েছি।

লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, আমি চেষ্টা করি গরীব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে। সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতেও যেন মানুষের সেবা করতে পারি।


Related posts

চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Chatgarsangbad.net

এমপি নদভী’র প্রচেষ্টায় আইআইইউসি Islamic Universities League এর কার্যকরী সদস্য নির্বাচিত

Chatgarsangbad.net

অবৈধ গাড়ি চলাচল রোধে বন্দরে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ অভিযান

Md Maruf

Leave a Comment