সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি


অনলাইন ডেস্ক:

পাবনার সাঁথিয়ায় গভীর রাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ অন্তত ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতদলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ প্রায় ৪০টি গাড়ি আটকা পড়ে।এ সময় ৪০-৫০ জন হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চলে বলে।

আব্দুস সালাম নামের একজন ইসলামী বক্তা ফেসবুকে একটি ভিডিও বক্তব্য প্রচার করেন। সেখানে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে।’

তিনি বলেন, ‘হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাতদলের সদস্যরা। বারবার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি- ‘‘ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত কইরেন না।’’ আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। সব নিয়ে যাওয়ার সময় অনেক অনুরোধে আমার মোবাইল দুটা দিয়ে যায়।’

আব্দুস সালাম আরও বলেন, ‘একটা হায়েস গাড়িতে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজন মারধর করেছে, সব লুটে নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়। গাড়ি ভাঙচুর ও অনেককেই মারধর করে।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Related posts

সিলেটের জালালাবাদে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

Chatgarsangbad.net

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল

Mohammad Mustafa Kamal Nejami

হজের নিবন্ধন ১৮ জানুয়ারি পর্যন্ত

Chatgarsangbad.net

Leave a Comment