সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২ ৫ হাজার ইয়াবা সহ সাতকানিয়ায় দুই নারী আটক


নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করা হয়েছে,এ সময় তাদের হেফাজতে থাকা ১০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও ইয়াবাসহ দুই নারীকে আটক করতে সক্ষম হন র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর স্ত্রী নুর বাহার (৬২) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুর রহমানের কন্যা রোকেয়া বিবি (২১)।র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দক্ষিন টেমশা এলাকায় একটি বাড়িতে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। তারই ভিত্তিতে ঢেমশা ইউনিয়নের চাঁদের পাড়ায় একটি বাড়িতে অভিযান দুই নারীকে আটক করা হয়।পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে বাড়ীর গোয়াল ঘরের বালির স্তুপ হতে কালো পলিথিনে মোড়ানো বিশেষ কৌশলে রক্ষিত ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয়।র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা এবং বিয়ার টেকনাফ এবং কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


Related posts

অপারেশন ডেবিল হান্টে ধরা দুই আওয়ামী ডেভিল।

Md Maruf

বাঁশখালীতে আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে র‍্যাবের ঈদ উপহার বিতরণ।

Md Maruf

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে বি,এল,কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Md Maruf

Leave a Comment