তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই


বিনোদন ডেস্ক: ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

জিয়াউল ফারুক অপূর্ব পোস্ট করে লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

অভিনেতা নিলয় আলমগীর ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন, ‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা শাহবাজ সানি গতকাল রাতে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসি করুন, আমিন।’

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ তুর্কী। এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়।

এ ছাড়াও দর্শক প্রশংসিত হওয়া অন্যান্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।


Related posts

চিটাগাং চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ

Chatgarsangbad.net

পাকিস্তানের বিমান হামলায় ৩ আফগান ক্রিকেটার নিহত

Mohammad Mustafa Kamal Nejami

ইউক্রেন-রাশিয়া বৈঠক: যেসব শর্ত জানালো পুতিন

Chatgarsangbad.net

Leave a Comment