খাগড়াছড়িতে আওয়ামী ৮ নেতাকর্মী আটক


চাটগাঁ সংবাদ ডেস্ক: অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ছয় জনকেই দীঘিনালার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্য্য ইউনিয়নের ৯নং ওর্য়াডের সদস্য মো. ফারুককে অতর্কিত হামলার পর বিক্ষুব্ধ জনতা চার যুবলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, মেরুং ইউনিয়নের রেকার্য্য ওর্য়াডের যুবলীগ সভাপতি মো. হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আলী আকবর, যুবলীগ সদস্য আনোয়ারুল হককে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৫ আগস্টের পরবর্তী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আব্দুর রহমান এবং মহালছড়ি ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, অস্থিতিশীলতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

 


Related posts

রোহিঙ্গাদের এনআইডি কেলেঙ্কারি, চট্টগ্রামে গ্রেপ্তার ১০

Chatgarsangbad.net

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা, গ্রেফতার ২

Chatgarsangbad.net

সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: পুলিশ সুপার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment