প্রথমবারের মত চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পাকিস্তানি বানিজ্যিক জাহাজ।


মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> পাকিস্তান থেকে প্রথমবারের মত চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বানিজ্যিক জাহাজ। আজ সকালে ৫ হাজার ৫ শত মেট্রিকটন পশুখাদ্য ব্যবহ্নত চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী এমভি ডলফিন – ১৯ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮ নং জেটিতে নোঙ্গর করে।এর আগে গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্য যাত্রা শুরু করে জাহাজটি।৭ মিটার ড্রাফটের এ জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার।মোংলা কতৃপক্ষ জানায়,জাহাজটি থেকে ৫ হাজার ৫ শত মেট্রিকটন চিটাগুড় খালাস করা হবে।এর মধ্যে একটি অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি সড়ক ও নৌপথে পরিবহন করা হবে।সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানীতে সরবরাহ করা হবে। এটি পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবারের মত চিটাগুড় আমদানির ঘটনা।এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চিড়াগুড় পশুখাদ্য তেরীতে ব্যবহ্নত হয় এবং এটি প্রানী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই আমদানির মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পের চাহিদা পুরনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Related posts

কক্সবাজারে ৬ ডাকাত-ছিনতাইকারী গ্রেফতার: দেশীয় অস্ত্র সরঞ্জাম উদ্ধার

Md Maruf

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড থেকে ফেন্সিডিল ও গাঁজা সহ গ্রেফতার-২

Md Maruf

নাইক্ষংছড়ির বাইশারীতে গৃহবধুকে জবাই করে হত্যা

Md Maruf

Leave a Comment