চন্দনাইশে ফাতেমা জিন্নাহ্ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কর্নেল অলি 


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফাতেমা জিন্নাহ্ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ব্যাংকার মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান আলী।

বিদ্যালয়ের শিক্ষক বাপ্পী শীল ও শিক্ষক দীপ্ত বড়ুয়া যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন উপকমিটির আহবায়ক ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মোঃ আকতার উদ্দিন, বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকসহ শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Related posts

“কোরআনিক সায়েন্সেই নিহিত মানবসমাজের কল্যাণ”

Chatgarsangbad.net

চন্দনাইশে দোহাজারীতে চিকিৎসার নামে প্রতারণা ভুয়া ডাক্তারের ২মাসের কারাদণ্ড

Chatgarsangbad.net

চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment