গভীর রাতে সেনাবাহিনীর অভিযান ড্রেজার মেশিন আটক ১


সাইফুল ইসলাম সাতকানিয়া সংবাদদাতা >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযানে,বোরবাজার এলাকার সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের সময় ড্রেজার মেশিন সহ একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড বোরবাজার এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর ফরহান,সার্বিক সহযোগিতায় ছিলেন,এনএসআই’র সদস্যরা।আটককৃত – মোঃ নজরুল ইসলাম (৫৫),উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বোরবাজার এলাকার,আঃ রশিদ’র পুত্র।সাতকানিয়া সেনা ক্যাম্প ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়।এনএসআই এর তথ্যের ভিত্তিতে,বোরবাজার নামক স্থানে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয় এসময় একটি ড্রেজার মেশিন ও ২শত ৫০ ফুট পাইপ জব্দ করা হয়।জনস্বার্থে দেশের জান মাল রক্ষার্থে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।


Related posts

৩১ কন্টেইনারের মেয়াদোত্তীর্ণ পণ্য মাটি চাপা দিচ্ছে কাস্টমস

Chatgarsangbad.net

মাইগাতায় বন্যাদূর্গতদের শম্ভু -লক্ষ্মী ট্রাস্টের ত্রাণ বিতরণ

Chatgarsangbad.net

গার্ডিয়ান লাইফের চট্টগ্রাম রিজিওনে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment