পেকুয়ায় ৩দিন ব্যাপী স্কাউট প্রশিক্ষণ, বার্ষিক তাবুঁবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন


এইচ. এম শহীদ, পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ স্কাউটস রোভার গ্রুপের আয়োজনে ৩দিন ব্যাপী ৪র্থ স্কাউট প্রশিক্ষণ,বার্ষিক তাবুঁবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭-১৯ জানুয়ারি পযর্ন্ত ৩ দিন ব্যাপী এ ক্যাম্প পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০জন রোভার ও স্কাউটস সদস্য অংশগ্রহণ করে। তাদেরকে ১০টি উপদলে বিভক্ত করে ৩দিন ব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে তাঁবুকলা, কিমস গেম, চ্যালেঞ্জ, ভোরের পাখি, বনকলা ছিল অন্যতম।

তিনদিন ব্যাপী এ ক্যাম্পের সমাপনী দিবসে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান,পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক ও স্কাউট ব্যাক্তিত্ব ড.জাকির হোসেন হাওলাদার,পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক ও স্কাউট লিড়ার মোঃ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মী এফ.এম সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন পেকুয়া শহীদ জিয়া বিএমআই ইনস্টিটিউটের কম্পিউটার শিক্ষক ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্লস ইন রোভার স্কাউট লিড়ার উম্মে ছালমা, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সিনিয়র রোভারমেট পারভেজ সরকার পাভেল, ক্যাম্প চীফ ও সিনিয়র রোভারমেট মোঃ ছাদেকুর রহমান, রোভারমেট ও চীফ কো- অর্ড়িনেটর আসাদুজ্জামান নূরসহ প্রমুখ।

পরে উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপ, কক্সবাজার জেলা রোভারের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ, বার্ষিক তাবুবাস শেষে উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ও স্কাউট শাখায় মোট ১২০ জনকে স্কাউট দীক্ষা দেওয়া হয়।


Related posts

বোয়ালখালীতে মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে দুর্ঘটনায় একজন নিহত

Chatgarsangbad.net

এবার শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

Chatgarsangbad.net

চন্দনাইশ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার এর যোগদান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment