নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক


আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) সংবাদদাতা >>> বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি’র আশারতলীতে যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন) ১১ বিজিবি। এ সময় জিয়াবুল হক (২৪) নামে’র এক মাদক কারবারিকে আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি’র একটি টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন এবং ধৃত মাদক কারবারি’কে আটক করা হয়।বুধবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৬ হতে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আশারতলী এলাকা থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ জিয়াবুল হক নামের এক মাদক কারবারি’কে আটক করে। আটককৃত মাদক কারবারি হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী গ্রামের আবুল কালামের পুত্র।আটককৃত ব্যক্তি ইয়াবাসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয়েছে।১১ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্ণেল ও জোন কমন্ডার এর দিকনির্দেশনায় এবং উপ- অধিনায়ক মেজর আশিক ইকবাল এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। নাইক্ষংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস কে এম কফিল উদ্দিন বলেন, মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক অবস্থানে রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির নিয়ন্ত্রনাধীন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।


Related posts

বাঁশখালীতে এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যা

Md Maruf

চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসবে উপছেপড়া ভীড়

Md Maruf

গভীর রাতে সেনাবাহিনীর অভিযান ড্রেজার মেশিন আটক ১

Md Maruf

Leave a Comment