ওষখাইন রজায়ী দরবার শরীফে খতমে বুখারী ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত


আনোয়ারা প্রতিনিধি:

ঐতিহ্যবাহী আনোয়ারা ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ)’র পৌষ বিষু ও বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে খতমে বুখারী ও পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ)র সম্পাদনায় বিভিন্ন কিতাবাদীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ১৩ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত হয়। কিতাবাদী মধ্যে ছিলো তাফসীরে রজায়ী, দরুদে মোস্তাফা, জীবন গড়ার সহজ পথ রজায়ী ত্বরিকত, শাজরা শরীফ, ফিৎনায়ে দাজ্জালে আকবর। এসময় দেশ বরণ্য বহু আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।

ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিলে-রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী প্রকাশ (রজায়ী হুজুর) (মা.জি.আ। দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দীন রজায়ীর সঞ্চলনায় মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা সোলাইমান আনসারী (মা.জি.আ)।১৪জানুয়ারী মঙ্গলবার শুরুতে খতমে কুরআন, বাদ যোহর বাবাজানের লিখিত খতমে খাজাগান শরীফ ও বাবাজানের রওজায় গিলাফ ও পুষ্প অর্পন। বাদ আছর বাবাজানের লিখিত ইসমে আজম, বাদ মাগরিব মাহফিলে যিকরে মুস্তফা (দ.), বাদ এশা ত্বরিকতের যিকির, আখেরী মুনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।


Related posts

ফেনী চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার

Md Maruf

ঘূর্ণিঝড় মোখা: আঘাত মিয়ানমারে, ঝুঁকি কেটেছে বাংলাদেশের

Chatgarsangbad.net

আল্লামা সাঈদী রহঃ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Chatgarsangbad.net

Leave a Comment