বিএনপির মিছিলে হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৫) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার বরুমছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে ২০২৪ সালের ৭ অক্টোবর তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। সে মামলায় ১৫ নম্বর এজাহারনামীয় আসামি তিনি।


Related posts

গ্রেফতার জামায়াতের ৬ নেতাকর্মী

Chatgarsangbad.net

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইসলামের পক্ষে জাতীয় সংঘে কথা বলেছে -ড. ইউনূস -শাহজাহান চৌধুরী

Md Maruf

বরকলে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন

Chatgarsangbad.net

Leave a Comment