উখিয়া শাহপুরী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে  ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে 


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি,কক্সবাজার।। কক্সবাজারের উখিয়া শাহপুরী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিছ ইয়াবাসহ মিজান নামের একজন মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া-টেকনাফ সড়কে এ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ । আটককৃত ইয়াবা কারবারি মিজান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির জানান,হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খাইরুল আলমের নির্দেশনায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজা পালং টিএন্ডটি নামক স্থানে কক্সবাজার টেকনাফ সড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে রাস্তার উপর একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে সিএনজি থেকে নেমে এক লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে হাইওয়ে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে  কালো পলিথিন দিয়ে মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটককৃত আসামীকে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

 


Related posts

দেশ মহা সংকটে আছে: জিএম কাদের

Chatgarsangbad.net

এবার ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি

Chatgarsangbad.net

অন্তঃসত্ত্বা হওয়ায় অধ্যক্ষকে চাকরিচ্যুত করার অভিযোগ

Chatgarsangbad.net

Leave a Comment