পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৬৬ নারী-পুরুষ ও শিশু উদ্ধার: ৫ দালাল গ্রেফতার


শ.ম.গফুর:

কক্সবাজার টেকনাফে সাগরপথে ‘মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে’ জড়োকালে ৫ দালালকে আটক এবং রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক দালালদের কাছ থেকে ৪ টি রাইফেলের গুলি, ১ টি রামদা ও ১টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

২৯ ডিসেম্বর(রোববার) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটক দালালরা হলো, টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে মো. রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহামদের ছেলে সালেহ আহামদ (৩৫) তার সহোদর ভাই নুরুল কবির (২৭), একই এলাকার রসিদ আহামদের ছেলে সৈয়দ আলম (২৪) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম ওরফে মো. শিপন (৩২)।

উদ্ধারদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে। ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার ভোরে টেকনাফে সমুদ্র উপকূলে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় জনৈক আব্দুল আমিনের বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ। পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। এসময় আটকদের কাছ থেকে ৪ টি রাইফেলের গুলি, ১ টি রামদা ও ১ টি কিরিচ পাওয়া যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি করে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৬৬ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার করা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। উদ্ধার হওয়াদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।


Related posts

গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ

Mohammad Mustafa Kamal Nejami

জেলা প্রশাসনের সহকারীরা সূর্যের মতো কাজ করেন: ডিসি ফরিদা খানম

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশ বরমায় আনসার ভিডিপির প্রশিক্ষণ সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment