চন্দনাইশে রহমানিয়া আহমদিয়া এ, এস দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন দুবাই রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজে সভাপতি ড. মোহাম্মদ আবুল ফজল


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিদর্শন করেছেন চন্দনাইশের নগরপাড়ার কৃতিসন্তান দুবাই রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রবাসী ড. মোহাম্মদ আবুল ফজল।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি পরিদর্শন করেছেন। পরে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুবাই রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রবাসী ড. মোহাম্মদ আবুল ফজল বলেন, মাদরাসার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও ছাত্রদের কঠোর পরিশ্রমের প্রয়োজন। শিক্ষার মানোন্নায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে তিনি আরও বলেন, মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার নতুন ভবন নির্মানের জন্য অর্থ প্রদানের প্রতিশ্রুতিসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান, সদস্য মোঃ আরাফাত, মারকাযে এশাআতে আহলে সুন্নাত ওয়াল জামাআত চন্দনাইশ উপজেলার সাংগঠনিক সম্পাদক মুন্সি মুহাম্মদ মতিউর রহমান কাজেমী, মোঃ বেলাল উদ্দিন সওদাগর, মোঃ আবদুল হাদী, মোঃ আবদুল গফুর, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মুহাম্মদ হোসাইন, হাফেজ মাওলানা জুনায়েদ, মাওলানা যাবের, মাওলানা ছিদ্দিক, হাফেজ মাওলানা ইয়াছিন, মোঃ বেলাল প্রমুখসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সোহাগ নুরী। আলোচনা সভা শেষে অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।


Related posts

দোহাজারীতে হযরত ঈমাম হাসান হোসাইন (রাঃ) ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

Chatgarsangbad.net

কক্সবাজারে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

Mohammad Mustafa Kamal Nejami

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ঝিলংজা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত আলী মেম্বার

Md Maruf

Leave a Comment