উৎসবমুখর পরিবেশে সাতকানিয়া নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উদযাপন


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেক >>> চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাট নিউমার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিটির সভাপতি উপজেল সমবায় সহকারী পরিদর্শক জনাব অসীম কান্তি দে ফলাফল ঘোষণা করেন।এতে সভাপতি পদে শহর মুল্লুক (রাশেদ) ও সাধারণ সম্পাদক পদে,মোহাম্মদ নাজিম উদ্দীন নির্বাচিত হয়েছেন।জানা যায়, অনুষ্ঠিত নির্বাচনে ১৯৮ ভোট পেয়ে শহর মুল্লুক (রাশেদ) সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নেজাম উদ্দিন পান ১৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩৮ ভোট পেয় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নিজাম উদ্দিন পেয়েছেন ৮১ ভোট।এছাড়া সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক ২১৯ ভোট,মোঃ জহির উদ্দিন ১১১ ভোট,মোঃ কামাল হোসেন অর্থ সম্পাদক পদে ২৩৯ ভোট মোঃ সোহেল ৯৪ ভোট,নুরুল ইসলাম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১৭৮ ভোট,মোঃ আলমগীর ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ জন।নিউমার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির মোট ভোটার ৩৫৯ জন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২,সাধারণ সম্পাদক পদে ৪ অর্থ সম্পাদক ২ সাংগঠনিক সম্পাদক ১তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ২ ধর্মীয় ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ১ সদস্য পরিচালক ৫ জন সহ মোট ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরআগে সকাল ৮টা থেকে শুরু হওয়া নির্বাচনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন।ব্যবসায়ী সমিতির ভোটারদের সাথে আলাপকালে তারা জানান,দীর্ঘদিন পর উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পেরে মহা খুঁশি তাঁরা।এ বিষয়ে সাতকানিয়া সমবায় অফিসার,আবু মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন,সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিজের ভোট নিজে প্রয়োগ করেছেন,তাতে কোনো প্রার্থী ধারা প্রভাবিত হয়নি।পাশাপাশি আমাদের অফিসের স্টাফরা পুলিং এজেন্টের দায়িত্বে ছিলেন,এবং সাতকানিয়া পুলিশ প্রশাসন সর্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন,তাই ব্যবসায়ীদের সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।


Related posts

শোক দিবসে ৮২০ শিক্ষার্থীকে চসিকের আর্থিক অনুদান

Chatgarsangbad.net

মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু

Chatgarsangbad.net

চন্দনাইশে বরমা ইউনিয়নে পুলিশের ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা

Chatgarsangbad.net

Leave a Comment