পটিয়ায় জয়িতা সম্মাননা ও রোকেয়া দিবস পালন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

পটিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষ্যে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”- এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা অনুষ্ঠান ৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছাম্মৎ নুরতাজ বেগম কফিল, সফল জননী হিসেবে চেমন আরা বেগম, প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে জোৎস্না বেগম পটিয়ায় জয়িতা সম্মাননা লাভ করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সহকারী প্রকৌশলী শফিউল আলম, টিআইবি-সনাক সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, টিআইবির এরিয়া ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খোরশেদ আলম, সেক্রেটারি সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া বাঙালী নারী জাগরণের অগ্রদূত। তিনি চ্যালেঞ্জ নিয়ে দেখিয়েছেন কিভাবে অন্ধকার থেকে নারীদের আলোর জগতে নিয়ে আসতে হয়। মানুষের ইচ্ছাশক্তি থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা যায় এটাই প্রমাণ করেছেন তিনি। শিক্ষার্থী এবং নারীদের উচিত বেগম রোকেয়ার জীবন ইতিহাস সম্পর্কে জানা এবং বেগম রোকেয়ায় মতো জীবন সংগ্রামে মনোবল লক্ষ্য অর্জনে কাজ করা।


Related posts

হোয়াইক্যংয়ে মাদক বিরোধের জের: দু’পক্ষের গোলাগুলিতে নিহত এক

Chatgarsangbad.net

আলীকদমে মন্ত্রীর আত্মীয় পরিচয়ে চলে অবৈধ ইটভাটা, পুড়ছে গাছ, চলছে শিশুশ্রম,

Chatgarsangbad.net

আনোয়ারায় টানেল মোড়ে বাসচাপায় চালক নিহত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment