মিয়ানমারসহ ৩ দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন


আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হবে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য। সেই অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বনেতাদের। তবে তিনটি দেশের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। এই তিন দেশ হল- রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার।

সাবেক সোভিয়ৈত ইউনিয়নের দেশ ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে ব্রিটেন ও এর পশ্চিমা মিত্ররা বিশ্বমঞ্চে রাশিয়া ও তার মিত্র বেলারুশকে বিচ্ছিন্ন করতে চাইছে। এ জন্য রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়াও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমা দেশগুলো। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া নির্বাচিত সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করায় মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তাদের ওপর ব্রিটেন নিষেধাজ্ঞা জারি রয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, লন্ডনে রানির শেষকৃত্যে ৫০০ জনের বেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। ইতোমধ্যে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন সব দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন এবং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা রানির শেষকৃত্যে নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই তিন দেশের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।
গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
সূত্র: রয়টার্স


Related posts

চট্টগ্রামে চিকিৎসককে মেরে আইসিইউতে পাঠাল স্বজনরা

Chatgarsangbad.net

চন্দনাইশে সাংবাদিক আহসানুল হুদার মৃত্যু বার্ষিকী পালিত

Chatgarsangbad.net

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি: নির্বাচনের আগে ৫১ সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আদেশ

Chatgarsangbad.net

Leave a Comment