কক্সবাজারের মহেশখালীতে মাদকদ্রব্য ধ্বংস করলো ম্যাজিস্ট্রেট

কক্সবাজারের মহেশখালীতে মাদকদ্রব্য ধ্বংস করলো ম্যাজিস্ট্রেট

কক্সবাজারের মহেশখালীতে ১৩ মাদক মামলায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করলো ম্যাজিস্ট্রেট

মহেশখালীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে মহেশখালী থানা পুলিশ,পাচারকারীরা তাদের নিত্য নতুন কৌশল অবলম্বন করে তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে।জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে মাদক পাচার প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করে আসছে, মহেশখালী থানার পুলিশ। তারই ধারাবাহিকতায় ২০২৩ ইং সালের ১৩টি মাদক মামলায় ১,৩১,৯২৭পিছ ইয়াবা, ৫০০লিটার চোলাই মদ, ২০০লিটার ওয়াশ মদ উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মুল্য কোটি টাকা। ১৮ই নভেম্বর বিকালে মহেশখালী উপজেলার পুরাতন আদালত চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান, মহেশখালী থানার ওসি তদন্ত মোঃ তাজ উদ্দিন, সিএসআই রুপক, মহেশখালী থানার এসআই আল আমিন, মহেশখালী থানার মালখানার ইনচার্স হারুন অর রশিদ, এসআই মহি উদ্দিন’সহ মহেশখালী থানার পুলিশ টিম ও মহেশখালীর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন।

মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান বলেনঃ

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়। আলামত গুলোর মামলার রায় হয়ে যাওয়ায় এসব মাদকদ্রব্য গুলো ধংস করা হয়।মহেশখালী থানার মামলা নং ১০/১২-১০-২০২৩ ইং সি আর ১৭১/২০২৩ মাদক মামলায় ১,৩১,৯২৭ পিছ ইয়াবা জব্দ করলে ও তার মধ্যে আলামত সহ ১৯৬৭ পিছ ইয়াবা ধ্বংস করা হয়। অবশিষ্ট ১২৯৯৬০ পিছ ইয়াবা আগামী ডিসেম্বর মধ্যে ধ্বংস করা হবে।

অনুষ্ঠান এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মহেশখালী থানার ওসি তদন্ত মোঃ তাজ উদ্দিন বলেনঃ

আমরা গত ২০২৩ ইং থেকে বর্তমান সময় পর্যন্ত উদ্ধার হওয়া ১লক্ষ ৩১৯২৭ পিছ ইয়াবা, ৫০০লিটার চোলাই মদ মদ ও ২০০লিটার ওয়াস মদ ‘সহ আলামত গুলো বিজ্ঞ আদালতের নির্দেশে ধংস করেছি।পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে ১২৯৯৬০ পিছ ইয়াবা আগামী ডিসেম্বর মধ্যে ধ্বংস করা হবে।

আরো পড়ুন

সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধি,

 


Related posts

চুয়েটের ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহপাঠীদের আল্টিমেটাম

Chatgarsangbad.net

নদভীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইসিতে

Chatgarsangbad.net

বোয়ালখালীতে এক অসহায় কৃষকের গাভী ও বাচুর চুরি

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment