সাতকানিয়ায় টাস্কফোর্সের অভিযানঃ ৪ দোকানীকে জরিমানা

সাতকানিয়ায় টাস্কফোর্সের অভিযানঃ

 

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাতকানিয়ায় টাস্কফোর্সের অভিযান চালিয়েছে।+

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ছমদিয়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪ দোকানীকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর , ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ার ছমদিয়া বাজারে গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চার দোকানীকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দর যাতে অস্থিতিশীল হয়ে জনসাধারণের ভোগান্তি তৈরি না হয় সেদিকে এই টাস্কফোর্স কাজ করছে।


Related posts

মনোনয়নে বিজয়ী নদভীকে সমর্থকদের শুভেচ্ছা

Chatgarsangbad.net

শীতের প্রকোপে বেড়েছে ঠাণ্ডা জনিত রোগ সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

Md Maruf

গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে ৫ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment