ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা


ফজল উদ্দিন, ছাতক প্রতি‌নি‌ধি

আবেগঘন পরিবেশে ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নাকে বিদায়ী সংবর্ধনা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। গত বৃহস্পতিবার দুপু‌রে উপ‌জেলা মাধ‌্যমিক বিদ‌্যালয় শিক্ষক স‌মি‌তির উদ্দ্যো‌গে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়ে‌ছে।

উপজেলা মাধ‌্যমিক শিক্ষক স‌মি‌তির আহবায়ক না‌সির উদ্দিনের সভাপ‌তিত্বে কামাল আহম‌দের প‌রিচালনায় অনু‌ষ্টিত বিদায়ী সংবধনা সভায় প্রধান অ‌থি‌তি ছিলেন গোলাম মোস্তফা মুন্না। বিশেষ অ‌থি‌তি ছি‌লেন উপজেলার মাধ‌্যমিক শিক্ষা কর্মকতা পু‌লিন চন্দ্র রায়। অনু‌ষ্টিত সভায় বক্তব‌্য রাখেন একডেমী শিক্ষা কমকতা সুয়েব আহমদ,প্রধান শিক্ষক আবুহেনা,আসাদুজ্জামান প্রমুখ।

ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন র‌নি, শিক্ষক না‌সির উদ্দিন,আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Related posts

জামায়াত-বিএনপির সন্ত্রাসী দলকে প্রতিহত করুন: মেয়র রেজাউল

Chatgarsangbad.net

মাইলস্টোন ট্রাজেডি: আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

Mohammad Mustafa Kamal Nejami

কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জ ১২ দিনের ব্যবধানে জব্দ করলো অবৈধ বালি ভর্তি ৪ টি ডাম্পার ট্রাক ।।

Md Maruf

Leave a Comment