মারজাহান মোশাররফকে চট্টগ্রাম মহিলা আ. লীগের সদস্য করায় অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ব্যবসায়ী সাউথ মার্টিন ট্রেডার্স এর সত্বাধিকারী ও উদ্যোক্তা মারজাহান মোশাররফকে চট্টগ্রাম ডবল মুরিং থানা মহিলা আওয়ামী লীগ এর নব গঠিত কমিটিতে সদস্য হিসেবে মনোনিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এব্যাপারে মারজাহান মোশাররফ বলেন, চট্টগ্রাম ডবলমুরিং থানা মহিলা আওয়ামী লীগ এর নব গঠিত কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা দক্ষ ও গতিশীল নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আগামীতে আরো জোরদার করবে। তিনি আরো জানান, নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমি আশা করি।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ডাবলমুরিং ও ৩৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কামরুন নাহার বেবী আহবায়ক ও মর্জিনা আফরোজ কে যুগ্ম আহবায়ক এবং জিন্নাত বেগম কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যের ডবলমুরিং থানা কমিটি ঘোষণা করা হয়। যেখানে বিশিষ্ট ব্যবসায়ী সাউথ মার্টিন ট্রেডার্স এর সত্বাধিকারী ও উদ্যোক্তা মারজাহান মোশাররফকে সদস্য হিসেবে রাখা হয়েছে।


Related posts

বোয়ালখালীতে মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে দুর্ঘটনায় একজন নিহত

Chatgarsangbad.net

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের

Mohammad Mustafa Kamal Nejami

বাঁশখালীতে বাস ও রিক্সা চাপায় এক পথচারীর মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment