চন্দনাইশে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর ) বেলা সাড়ে ৩টায় উপজেলা সদর কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা বেগম বলেন, মাদকের ছোবল থেকে কিশোর- কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য বেশী বেশী ক্রীড়ার আয়োজন করা এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেশী করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হতে হবে।

তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা প্রকাশ করেন। কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়সহ এসময় প্রতিযোগিতায় অংশগ্রহনকারি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


Related posts

চন্দনাইশে চার লাখ ঘনমিটার বালু জব্দ, দুই জনের কারাদন্ড

Chatgarsangbad.net

সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান ইঞ্জিনিয়ার ইসমত আরা

Chatgarsangbad.net

ভাষা শহীদদের স্মরণে চকবাজার থানা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

Chatgarsangbad.net

Leave a Comment