চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার নতুন প্রশাসক


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

দক্ষিণ চট্টগ্রামের একমাত্র চন্দনাইশ উপজেলায় উপজেলায় রয়েছে দুটি পৌরসভা, তা হল- চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা। সাম্প্রতিককালে সরকার পরিবর্তনের পর পৌরসভা দু’টিতে মেয়রের পরিবর্তে দায়িত্ব দেয়া হয় দু’জন প্রশাসককে। কাজের সুবিধার্থে একমাসের মধ্যেই পরিবর্তন ঘটে প্রশাসকের।

গত সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। নিয়োগকৃত প্রশাসকরা পৌরসভা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে জানা যায়, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমকে চন্দনাইশ পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমাকে দোহাজারী পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেয়া হয়। এর আগে চন্দনাইশ পৌরসভায় চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ও দোহাজারী পৌরসভায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (আরএম) মো. রাজীব হোসেন প্রশাসকের দায়িত্বে ছিলেন।


Related posts

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

Chatgarsangbad.net

সাতকানিয়ায় বন্যায় ক্ষয়ক্ষতি ১৮৬ কোটি

Chatgarsangbad.net

চন্দনাইশের অজপানন্দ ব্রক্ষ্মচারীর মাতৃবিয়োগ, শোক প্রকাশ

Chatgarsangbad.net

Leave a Comment