চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র পথসভা ও র‌্যালি 


মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকায়  লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর পুত্র এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ওমর ফারুক সানির নেতৃত্বে উপজেলা এলডিপির উদ্যোগে এ পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালিতে প্রায় ৩শত গাড়ি অংশ গ্রহণ করেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোজাফ্ফরাবাদ থেকে র‌্যালি শুরু হয়ে চন্দনাইশ-সাতকানিয়া আংশিকের প্রধান প্রধান সড়ক র‌্যালি প্রদক্ষিণ করে এবং বিভিন্ন জায়গায় পথসভায় প্রধান অতিথি ছিলেন এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ওমর ফারুক সানি।

এ সময় বিভিন্ন পথসভায় সভাপত্বি করেন চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া।

চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, সহ সভাপতি হাজী আবদুল মাবুদ, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন, সদস্য সচিব রবিউল করিম প্রমুখ।

বর্ণাঢ্য র‌্যালি ও পথসভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের হাজার হাজার এলডিপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Related posts

চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক নূরুল্লাহ নূরী

Saddam Hossain

পেকুয়ায় গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বরণে সভা ও দোয়া মাহফিল

Chatgarsangbad.net

আজ থেকে আমির ভান্ডারে ২দিন ব্যাপী বার্ষিক ওরশ শুরু

Chatgarsangbad.net

Leave a Comment