সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর অ্যাকাউন্টে ৮৩ লাখ টাকা!


ভারতের এলাহাবাদের পথেঘাটে ঘুরে বেড়াতেন এবং পথচলতি মানুষজনের কাছে ভিক্ষা চাইতেন এমন এক ব্যাক্তির মৃত্যুর পর জানা গেছে তার ব্যাংক অ্যাকাউন্টে ৮৩ লাখ টাকা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভিক্ষা করে বেড়াতেন ধীরাজ, সেই অর্থ দিয়েই পেট চালাতেন তিনি।
একসময় সরকারি হাসপাতালে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন তিনি। কিন্তু গোটা কর্মজীবনে কখনও ব্যাংক থেকে বেতনের কোনও টাকাই তোলেননি তিনি। তার বাড়িতে ৮০ বছরের বৃদ্ধা মা পেনশন পেতেন নিয়মিত। সেই টাকা দিয়ে সংসার চলত তাদের। সম্প্রতি তার মৃত্যুর পর সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া গেল ৭০ লাখ রূপি যা টাকায় প্রায় ৮৩ লাখের বেশি।

ধীরাজের মৃত্যুর পর তার এক বন্ধুর বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘ধীরাজ কখনও ব্যাংক থেকে টাকা তোলেননি। মায়ের পেনশনের টাকাতেই তাদের সংসার চলত। যদি কখনও ধীরাজের টাকার প্রয়োজন হত, তিনি বন্ধু-বান্ধব কিংবা অপরিচিত লোকজনের কাছ থেকেও টাকা চাইতেন। টাকার জন্যেই ধীরাজ বিয়েও করেননি। তিনি ভাবতেন বিয়ে করলে বৌ এসে সব টাকা শেষ করে দেবেন। এমনকি প্রতি বছর আয়করও দিতেন ধীরাজ।

সূত্র: আনন্দবাজার


Related posts

চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের জরুরী সভা

Chatgarsangbad.net

আজ স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস

Chatgarsangbad.net

বাংলাদেশে ৩ দিনের সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, অভ্যর্থনা পররাষ্ট্রমন্ত্রীর

Chatgarsangbad.net

Leave a Comment