চবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ত্যাগের নির্দেশ


অনলাইন ডেস্ক

চলমান পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার সঙ্গে মিল রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মেয়েদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

এছাড়া হল প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত শিডিউলে শাটল ট্রেন চলবে।

 


Related posts

২০২২ সালে দেশে নির্যাতন-সহিংসতায় নিহত ৪৭৪ শিশু

Chatgarsangbad.net

বোয়ালখালীতে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশ পৌরসভায় এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment