চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া খুন করার ঘটনায় গ্রেপ্তার ২


সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া কালিয়াইশ বিওসির মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা করে আসার পথে গতিরোধ করে খলিল নামে এক যুবকের ছুরিকাঘাত করে খুন করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) দিবারাতে চন্দনাইশ ও সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ২ নম্বর ওয়ার্ড সদর উল্লাহ পাড়ার মৃত ফরিদ আহম্মদের ছেলে মো. নুরুল আলম তেভেজ (২৭) ও একই এলাকার আবু তাহেরের ছেলে জাওয়াদুল করিম জাবু (২৪)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ধারালো কাচি ও ছিনতাইকৃত ৪১০ টাকা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জানা যায়, গত ১৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে সাতকানিয়া কালিয়াইশ বিওসি মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ইব্রাহীম খলিল (৪০) দোহাজারী বাজার হতে মৌলভীর দোকানে অটোতে করে আসার পথে দোহাজারী ব্রিজ পার হয়ে কালিয়াইশ বিওসি মোড় আসলে পিছন থেকে একটি মোটরসাইকেল যোগে একজন সিএনজিটি গতিরোধ করলে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় নিহত খলিলের সাথে ধস্তাধ্বস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হয়ে মারা যায়।

এদিকে পরিবারের সাথে বনিবনা না থাকায় স্ত্রী-কন্যা চট্টগ্রামে বসবাস করতো। ঘটনার সংবাদ পেয়ে নিহত খলিলের স্ত্রী রেনু আরা বেগম (৩৬) বাদী হয়ে ২ জন অজ্ঞাত ছিনতাইকারীকে আসামিকে করে সাতকানিয়া থানায় এজাহার দায়ের করেন। এর পর সাতকানিয়া এবং চন্দনাইশ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, লোমহর্ষক এ ঘটনাটি ডিটেক্টের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সহযোগিতায় আমাদের জোরালো অভিযানে ঘটনার সাথে জড়িত দুইজনকেই গ্রেপ্তার করি। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইক, কাচি ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করি। আসামিরা ঘটনার দায় স্বীকার করেছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


Related posts

চবিতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

Chatgarsangbad.net

চান্দগাঁও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক নুরুজ্জামানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

Chatgarsangbad.net

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত

Chatgarsangbad.net

Leave a Comment