উখিয়ায় ৪ কোটি টাকার আইস ও দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> কক্সবাজারের উখিয়ায় ৮০০ গ্রাম আইসসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।

রবিবার (১৪ জুলাই) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর উখিয়ার ঘাট কাস্টমের এশিয়ান হাইওয়ে এলাকার বশরের ভাঙ্গারি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক মোহাম্মদ জুবায়ের (৩৩)। সে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১ এর আব্দুর রশিদের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টম এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আইসসহ মূলহোতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব আইসের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।


Related posts

বন্দরটিলায় মহিলা আওয়ামীলীগের সেলাই মেশিন বিতরণ

Chatgarsangbad.net

জামেয়া মহিলা কামিল মাদ্রাসায় কামিল ২য় পর্বের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Chatgarsangbad.net

চকবাজার গুলজার টাওয়ারে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

Chatgarsangbad.net

Leave a Comment