অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা রাজধানীর জিরোপয়েন্টে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তাদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন বঙ্গভবনে। এই সময়ে বাকি শিক্ষার্থীরা অবস্থান করেন জিরোপয়েন্ট থেকে সচিবালয়ের সামনের সড়কে।
তবে কর্মসূচি ঘিরে জিরো পয়েন্টে ব্যারিকেড দিয়ে রেখেছেন পুলিশ সদস্যরা। ব্যারিকেডের কারণে সামনে এগোতে না পেরে সড়কেই অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
সেখানে অবস্থান করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তারা স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
আজ রবিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা করে শিক্ষাভবন মোড় হয়ে জিরোপয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ঢালাওভাবে বঙ্গভবন অভিমুখে যাবো না। আমাদের প্রতিনিধিরা যাবে।’
তবে আন্দোলনকারীরা জিরো পয়েন্টে সড়কের ওপর বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কেনো কেনো শিক্ষার্থীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়।
Leave a Reply