আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

আগামীকাল চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তার তিনদিনের দ্বিপক্ষীয় সরকারী সফর নিয়ে আগামীকাল রবিবার সাংবাদিকদের মুখোমুখি হবেন।এদিন বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চার দিনের চীন সফর শেষে ১১ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে ১০ জুলাই তিনি ফিরে আসেন।

এ সময়ের মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বে’ উন্নীত হতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন। এর মধ্যে ২টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর