Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে বরমা ইউনিয়নে পুলিশের ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক:

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে বরমা ইউনিয়নে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চন্দনাইশ থানা পুলিশের আয়োজনে এ ওপেন হাউজ ডে, বিট পুলিশিং মাসিক মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম।

চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) ভক্ত চন্দ্র দত্ত এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে সাদেকুর রহমান, মোঃ হাছান মুরাদ, মফিজুল ইসলাম, মোহাম্মদ হারুনুর রশিদ, মধুসূদন দত্ত, মোহম্মদ নওশা মিয়া, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জয়দেব গাঙ্গুলী, মোঃ আনিসুর রহমান, ইউপি মহিলা সদস্য যথাক্রমে শাকিলা আক্তার, শামসুন্নাহার বেগম, ছেনুয়ারা বেগম, থানার এএসআই আবুল মনসুর প্রমুখ।

অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি ওবায়দুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার পাশাপাশি কোনো পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানী করলে সরাসরি জানানোর জন্য আহ্বান জানান ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন- পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Related posts

বন বিভাগের অভিযানে চন্দনাইশে পিকআপসহ সেগুন গোল কাঠ জব্দ

Chatgarsangbad.net

লোকসান কাটিয়ে ১৫ বছর পর লাভজনক প্রতিষ্ঠানে বিটিসিএল

Chatgarsangbad.net

চন্দনাইশে পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন

Chatgarsangbad.net

Leave a Comment