Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালীতে বীজ ও নারিকেল চারা বিতরণ


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি এবং নারিকেল প্রণোদনার আওতায় চট্টগ্রামের বোয়ালখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে ৭০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উপসী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া নারিকেল চারা প্রণোদনার আওতায় ৭০০ কৃষককে ৫টি করে প্রত্যেককে স্থানীয় ও দেশি জাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

এবার বোয়ালখালীতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ’র পরিচালনায় প্রণোদনা বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর নওশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, উদয়ন আশ্চর্য প্রমুখ।


Related posts

হাটহাজারীতে নবনির্বাচিত ১৫৬ ইউপি সদস্যগণের শপথ গ্রহণ

Chatgarsangbad.net

শিক্ষার মানোন্নয়নে চন্দনাইশে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

Saddam Hossain

২২ দফা দাবিতে ক্লাস বর্জন করেছে চবি চারুকলার শিক্ষার্থীরা

Chatgarsangbad.net

Leave a Comment