আগ্রাবাদ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক আগামিকাল


অনলাইন ডেস্কঃ আগ্রাবাদ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক
আগামীকাল ৯ জুন রবিবার অনুষ্ঠিত হবে। এদিন বাদে মাগরিব যিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতত্বি করবনে গারাংগিয়ার বর্তমান পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহা পরচিালক শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদি।

আরও পড়ুন আজ আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক

বাদে মাগরিব ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুফি ক্বারী আবদুল মাবুদ। কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদি সকল ভক্ত অনুরক্তদের উক্ত তরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে খলীফায়ে রসূল (দ.), আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাত ও দো জাহানরে কামিয়াবি হাছিলের জন্য আন্তরকি দাওয়াত জানিয়েছেন।


Related posts

আহমদ ছফা- বাংলা সাহিত্যে এক বিখ্যাত নাম

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রাম ডুবে গেলে মানুষ আমাকে নিয়ে ট্রল করে: রিয়াজ

Chatgarsangbad.net

আইএমএফ’র প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

Chatgarsangbad.net

Leave a Comment