জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক

লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। তবে বাজে শুরুর পর মাঝে দাপট দেখাল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে শঙ্কা ভর করলেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করল টাইগাররা।

আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে বোলারদের দাপটে প্রথমে ব্যাট করা শ্রীলংকাকে ১২৪ রানে থামিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে লংকানরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ও এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই টপঅর্ডারের ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারেই শূন্য রানে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন সৌম্য। এরপর তানজিদ হাসানকে বোল্ড করেন নুয়ান থুশারা। এই বোলারের দ্বিতীয় শিকার হয়ে ৭ রানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তারা ৩৮ বলে ৬৩ রান তোলেন। কিন্তু উইকেটে ঝড় তোলা হৃদয় অবশেষে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হন। তিনি ২০ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন।

ধীর ব্যাটিং করা লিটন দাস হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন। তিনি ৩৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৬রান করেন। এরপর দ্রুত সাকিব আল হাসান (১৪ বলে ৮), রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ আউট হলে খেলায় নাটকীয়তা মোড় নেয়। তবে সব শঙ্কাকে দূরে ঠেলে বাংলাদেশকে জয় পাইয়ে দেন মাহমুদউল্লাহ। তিনি ১৩ বলে একটি ছক্কায় ১৬ রানে অপরাজিত থাকেন।


Related posts

ডিবি’র হারুন এবার বরখাস্ত ডিএজি এমরানের বিষয়ে যা বললেন

Chatgarsangbad.net

বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় ‘এমএফএস’ বিস্ময়কর ভূমিকা রাখছে: টেলিযোগাযোগমন্ত্রী

Chatgarsangbad.net

উৎসবমুখর পরিবেশে সাতকানিয়া নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উদযাপন

Md Maruf

Leave a Comment