জামেয়া মহিলা কামিল মাদ্রাসায় কামিল ২য় পর্বের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন


মুহাম্মদ আরফাত হোসেন:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার কামিল ২য় পর্ব ও ফাযিল ১ম, ২য় ও ৩য় বর্ষের সবক অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ৫ জুন (বুধবার) সকালে সবক অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল (দ:) পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

এতে কামিল হাদিস ২য় বর্ষের শিক্ষার্থীদের সহীহ বুখারী শরীফ হতে সবক প্রদান করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ, শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারি, এসময় কামিল হাদিসে পাঠদানকারীদের কে সনদ ও দস্তারে ফজিলত দিয়ে এজাজতনামা প্রদান করেন।

এজাজত প্রাপ্তগণ হলেন, অধ্যক্ষ মাও. ড. মোহাম্মদ সর‌ওয়ার উদ্দীন, উপাধ্যক্ষ মাও. ড. মোহাম্মদ সাইফুল আলম, মাও. মোহাম্মদ হামেদ রেজা ন‌ঈমী ও মাও. মোহাম্মদ কাশেম রেজা ন‌ঈমী প্রমূখ। উল্লেখ্য যে, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- ১৯৯৬ সালে আউলাদে রাসূল (দ:) পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা. জি. আ) এর নুরানি হাতে প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে এই গৌরবময় মাইলফলকের মূহুর্তে মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন এ সফলতার জন্য মশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং হাদিস শিক্ষার জন্য অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠান সুন্নি জগতে মহিলা শিক্ষার্থীদের জন্য আজ এক ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন।

এতে মাদ্রাসার উপাধ্যক্ষ ড. সাইফুল আলমসহ সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


Related posts

চন্দনাইশ সমিতি- ঢাকার নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

কালিয়াইশের ভূমিদস্যু দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করেন স্হায়ীরা

Chatgarsangbad.net

বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ হলে কাজের অভাব হবে না: নওফেল

Chatgarsangbad.net

Leave a Comment