Hom Sliderবাংলাদেশ

ট্রলি ব্যাগে মিলল পা-মাথা বিচ্ছিন্ন মরদেহ


অনলাইন ডেস্ক

ময়মনসিংহে সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। লাশের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (২ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার মনতলা এলাকায় সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, কালো রঙের ট্রিল ব্যাগের ভেতরে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় আলাদা পলিথিনে মোড়ানো ছিল মরদেহটি। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

ওসি ফারুক হোসেন আরও জানান, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া এ বিষয়ে তদন্ত শুরু হয়ে গেছে।


Related posts

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

Chatgarsangbad.net

১০ মাস ধরে দোহাজারী হাসপাতালে নেই ডেন্টাল সার্জন, বিপাকে রোগীরা

Chatgarsangbad.net

চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়া সেরা ১০ স্কুল

Chatgarsangbad.net

Leave a Comment