আজ ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: জান্নাতুল নাঈম

৭দিন ধরে নিখোঁজ রাঙ্গুনিয়ার জান্নাতুল নাঈম


এস এ নয়ন, রাঙ্গুনিয়াঃ উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল নাঈম (১৮) গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে পেতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

নিখোঁজ জান্নাতুল নাঈম উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্দেরাজার পাড়ার ইউনুস চেয়ারম্যান বাড়ির আব্দুস সামাদের মেয়ে। সে পরিবারের দুই ভাই চার বোনের মধ্যে সবার ছোট।

আরও পড়ুন রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস

এ বিষয়ে জান্নাতুল নাঈমের বড়ভাই মো. ইউসুফ বলেন, ‘গত বৃহস্পতিবার (২৩ মে) কলেজে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। সে থেকে জান্নাত নিখোঁজ রয়েছে। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো পাওয়া যায়নি।’ এ বিষয়ে গত ২৫ মে থানায়ও একটি নিখোঁজ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, জান্নাতুল নাঈমের উচ্চতা অনুমান ৫ ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমন্ডল আকৃতি গোলাকার, পরনে ছিল সাদা অ্যাপ্রোন ড্রেস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর