মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি


অনলাইন ডেস্ক

বাগেরহাটের মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী তোলায় নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে।

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে।

এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কি না সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিদল নদীতে তল্লাশি চালাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ রবিবার সকাল থেকেই বাগেরহাটে গুমট আবহাওয়া বিরাজ করছে।

এর মধ্যে মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহা বিপৎসংকেত দেওয়া হয়।


Related posts

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আন্দোলনে সমর্থন তৈরিতে দ্বিতীয় দফা সংলাপ শুরু করছে বিএনপি

Chatgarsangbad.net

ভালো কাজ করে জনগণের আস্থা অর্জন করছে বলেই আওয়ামী লীগ ভোট পায়: প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment